অপরাধ

সাবেক মন্ত্রী,কমিশনার ও ডিবিপ্রধানের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং  ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক।

রোববার (১৮ আগস্ট) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।

তিনি জানান, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে পাচারের অভিযোগে এ তিনজনের বিরুদ্ধে কমিশনের অনুমোদনক্রমে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনেকদিন আগে থেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাইয়ের কাজ চলমান ছিল। যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন