দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন বৃদ্ধা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন জামিলা (৬০) নামের এক বৃদ্ধা। রোববার (১৮ই আগস্ট) সন্ধ্যা ৬টা এ ঘটনাটি ঘটে। তখন আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেন আখাউড়া স্টেশনে যাত্রা বিরতি শেষে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধা হঠাৎ ট্রেনের নিচে পড়ে যান।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেনডেন্ট মো. নূর নবী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বৃদ্ধা নারী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে চট্টলা ট্রেনের পাশে দাঁড়িয়েছিলেন। ট্রেন চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করলে কিছু বুঝে উঠার আগেই অসাবধানতায় তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। সেসময় তিনি রেললাইনে শুয়ে পড়লে ওপর দিয়ে চলে যায় ট্রেন। তাছাড়া বাইরে থেকে লোকজন চিৎকার করে বৃদ্ধাকে একটুও নড়াচড়া না করা এবং মাথা উঁচু না করার পরামর্শ দেন। ট্রেন চলে যাওয়ার পর সেখান থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়।’  

তিনি আরও বলেন, ‘ওই বৃদ্ধা রেলওয়ে স্টেশনে এক হোটেলে কাজ করেন। বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে ফেরার দৃশ্য অনেকে দেখেছে।'



কেএস//

এ সম্পর্কিত আরও পড়ুন