ক্যাম্পাস

সেই ঢাবি শিক্ষকের কক্ষে কোরআন তেলাওয়াত করলেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজনের পর আপত্তি জানানো কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছিরের রুমে কোরআন তেলাওয়াত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে কলা অনুষদের এই ডিন নিজের পদত্যাগের কথা জানান। 

সোমবার (১৯ আগস্ট) অধ্যাপক আব্দুল বাছিরের কক্ষে তেলাওয়াতের আয়োজন করে শিক্ষার্থীরা। এসময় সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। যেখানে সাবেক এই ডিনও অংশ নেন। 

এর আগে, গত ১০ মার্চ রমজান মাস’কে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠাত আয়োজন করেন শিক্ষার্থীরা। এই আয়োজনের নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের কিছু শিক্ষার্থী। 

গত ১৩ মার্চ, আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হককে অধ্যাপক ড. আবদুল বাছির একটি চিঠি দেন। তিনি সেখানে লেখেন এবং জানতে চান, এমন ঘটনায় শিক্ষার্থীদের কেন শাস্তি প্রদান করা হবে না। 

এরপর এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যপক আলোচনা তৈরি হয়। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন