ভার্ডির গোলে টটেনহ্যামের বিপক্ষে লেস্টারের সমতার শুরু
প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি। টটেনহ্যামের বিপক্ষে ১-১ গোলে ম্যাচটি ড্র করে লেস্টার। লেস্টারের হয়ে দারুণ এক গোল করেছেন জেমি ভার্ডি। যে ভার্ডিকে অনেকে ফুরিয়ে যাওয়ার তালিকায় ফেলেছিলেন। অথচ সেই ভার্ডির গোলেই ম্যাচটি ড্র করে তারা।
২০১৫-১৬ মৌসুমে ভার্ডি তারকা ছিলেন লেস্টারের। এখনো যে নেই তা নয়। স্ট্রাইকার ভার্ডি সেবার লেস্টারের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন।
সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে মুখোমুখি হয় লেস্টার সিটি ও টটেনহ্যাম।
ম্যাচের পরিসংখ্যানে বোঝা যায় টটেনহ্যাম পুরো ম্যাচে বেশ দাপট দেখিয়েছে। তাদের বল দখল ছিল ৭০.৭ ভাগ। অন্যদিকে লেস্টারের দখলে ছিল ২৯.৩ ভাগ। ম্যাচের ২৯তম মিনিটে পেদ্রো পোরোর গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। প্রথমার্ধে দলটি নিজেদের ভাগেই বল রেখেছে সবসময়।
লেস্টার দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে। সেই চেষ্টা ফল দেখে ম্যাচের ৫৭ মিনিটে গিয়ে। জেমি ভার্ডির চমৎকার এক গোল দেখে মাঠে দর্শকেরা। আর এতে সমতায় ফেরে লেস্টার। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
এম এইচ//