বাংলাদেশ

পরিচালক পদে পদোন্নতি পেলেন দুদকের ৯ কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৯ কর্মকর্তাকে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। 

বুধবার (২১ আগস্ট) দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মো. গোলাম ফারুক, মোহাম্মদ জহিরুল হুদা, মো. নাছিরউদ্দিন, মো. মীজানুল ইসলাম, মো. রফিকুজ্জামান, মো. মোনায়েম হোসেন, মলয় কুমার সাহা, মো. আবদুল মাজেদ ও সৈয়দ তাহসিনুল হক।

দুদকের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমে জানিয়েছে, ১৯৯৫ সালে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন গোলাম ফারুক, জহিরুল হুদা, নাছিরউদ্দিন ও মীজানুল ইসলাম। ১৯৯৪ সালে পিএসসির মাধ্যমে পরিদর্শক পদে যোগ দেন রফিকুজ্জামান, মোনায়েম হোসেন, মলয় কুমার সাহা, আবদুল মাজেদ ও সৈয়দ তাহসিনুল হক। ২০০৭ সালে তারা সহকারী পরিচালক হন। এই কর্মকর্তারা দীর্ঘদিন থেকে বঞ্চিত ছিলেন। পরিচালক পদে পদোন্নতির মাধ্যমে তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হলো।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন