বাংলাদেশ

ওয়াসার সাবেক এমডি তাকসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পরবর্তী ৬০ দিনের জন্য দেশত্যাগে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। 

দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানান, পরবর্তী ৬০ দিনের জন্য দেশত্যাগে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দেশত্যাগের এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার ছাড়াও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের আবেদনে বলা হয়েছে, তাকসিমের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান চালাচ্ছে। 

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন