আর্কাইভ থেকে ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত, পেসারদের দাপট

জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ভারত। এ জয়ে দাপট দেখিয়েছেন পেসার বোলাররা।

সিরিজের প্রথম ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।

তিরুবনন্তপুরমে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় ভারত। প্রথম ওভারের শেষ বলে দারুণ এক ইন-সুইংয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে বোল্ড করেন ভারতের পেসার দীপক চাহার। খালি হাতে ফিরতে হয় বাভুমাকে।

পরের ওভারে আক্রমণে এসে ভয়ংকর রুপ দেখান ভারতের বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং। এক ওভারে ৩ উইকেট নেন তিনি। কুইন্টন ডি কককে ১, রিলি রৌসু-ডেভিড মিলারকে খালি হাতে বিদায় দেন আর্শদীপ।

পরের ওভারে আবারও উইকেট শিকারের আনন্দে ভাসেন চাহার। ট্রিস্টান স্টাবসকে শূন্যতে বিদায় করেন চাহার। ফলে ইনিংসের প্রথম ১৫ ডেলিভারিতে ৯ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে ১০৬ রানের সম্মানজনক স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। চার ব্যাটার শূন্য ফেরা ইনিংসে মার্করাম-পারনেল ও মহারাজই শুধুমাত্র দুই অংকে পা রাখতে পারেন। ভারতের আর্শদীপ ৩টি, চাহার ও হর্ষল প্যাটেল ২টি করে উইকেট নেন।

১০৭ রানের জবাবে শুরুতেই চাপে পড়েছিলো ভারতও। ১৭ রানে ২ উইকেট হারায় তারা। অধিনায়ক রোহিত শর্মা শূন্য ও বিরাট কোহলি ৩ রান করে ফিরেন।

এরপর দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। দুজনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ বল বাকী থাকতেই জয় পায় ভারত।

গৌহাটিতে আগামী ২ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

এ সম্পর্কিত আরও পড়ুন