খেলাধুলা

‘ছোট মেসিকে’ নিয়ে ব্রাজিলের দল ঘোষণা

ব্রাজিল দলে ডাক পেলেন মাত্র ১৭ বছর বয়সী উইঙ্গার এস্তেভাও উইলিয়ান।  অসাধারণ প্রতিভার জন্য তাকে ডাকা হয় মেসিনিও বা ছোট মেসি নামে।  

ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।  সেই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। 

এস্তেভাও ছাড়াও দলে ডাক পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর শীর্ষ গোলদাতা পেদ্রো। এ ছাড়া দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন। চোটের কারণে তিনি খেলতে পারেননি ২০২৪ সালের কোপা আমেরিকায়। 

ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে জায়গা হয়নি ব্রাজিলের সব থেক বড় তারকা নেইমার জুনিয়রের।  

ব্রাজিল দল

গোলকিপার: আলিসন (লিভারপুল, বেন্তো (আল নাসর), এদেরসন (ম্যান সিটি)।

রক্ষণভাগ: দানিলো (জুভেন্টাস), ইয়ান কুতো (বরুসিয়া), গিলের্মো আরানা (আতলেতিকো মিনেইরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরালদো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল), গাব্রিয়েল মাগলায়েস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি)।

মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়াও গোমেস (উলভস), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)।

ফরোয়ার্ড: রদ্রিগো (রিয়াল), এনদ্রিক (রিয়াল), এস্তেভাও উইলিয়ান (পালমেইরাস), লুইস হেনরিক (বোটাফোগো), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), সাভিনিও (ম্যান সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল)।

 

এ সম্পর্কিত আরও পড়ুন