বন্যার্তদের জন্য বিসিবির কোটি টাকা ঘোষণা
ভয়াবহ বন্যায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্থ। বন্যার ভয়াবহতা এত বেশি যা দেশের প্রতিটি মানুষ ও মহলে সাড়া ফেলেছে। বন্যার্ত মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তায় ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বোর্ড পরিচালকদের নিয়ে বৈঠক করেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য জানান।
সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, 'এই এমাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।'
ফারুক আহমেদ বন্যা প্রসঙ্গে আরও বলেন, 'আপনারা জানেন যে এত বড় বন্যা এসেছে, যার জন্য আমরা সবাই খুবই দুঃখিত। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। আমরা সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছি। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল)। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি।'
বিসিবির দেওয়া ত্রাণ সামগ্রীতে শুকনো খাবার হিসেবে থাকছে; চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইট, স্যালাইন ইত্যাদি।
এম এইচ//