জাতীয়

বানভাসিদের ২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

স্মরণকালের ভয়াবহ বন্যায় বানভাসিদের জন্য ২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী প্যাকেটিং করে বন্যাকবলিত এলাকায় পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। 

শনিবার (২৪ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন।

তিনি জানান, এসব ত্রাণ সামগ্রী ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় পাঠানো হবে। গেলো দুইদিনে জন সাধারণের কাছ থেকে তারা    অভূতপূর্ব সাড়া পেয়েছেন। আজ ভোর রাত পর্যন্ত তারা ২৫ ট্রাক ত্রাণ সামগ্রী পাঠাতে পেরেছি। 

মহিউদ্দিন জানান, ইতোমধ্যে টিএসসি ক্যাফেটেরিয়া, গেমস রুম ও বারান্দাগুলো পূর্ণ হয়ে আছে। আজকে রাতে আবারও ডজনখানেক ট্রাক বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পৌঁছে যাবে। ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হবে।

তিনি আরও বলেন, গেলো দুইদিনে তারা অনুদান হিসেবে ১ কোটি ৪২ লাখ টাকার বেশি টাকা পেয়েছেন। 

এ সময় তিনি সবাইকে কাপড়ের পরিবর্তে শিশু খাদ্য, ন্যাপকিন, জরুরি ওষুধ বেশি করে আনতে বলেন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন