ফুটবল

প্রীতি ম্যাচের দল ঘোষণা করলো বাংলাদেশ

ছবি: বাফুফে

ভুটানের বিপক্ষে আসন্ন সেপ্টেম্বর মাসে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুইটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। যদিও পূর্ণাঙ্গ দল এখনো ঘোষণা হয়নি, এখন পর্যন্ত ১৪ জনের নাম জানানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে প্রীতি ম্যাচের দল প্রকাশ করা হয়।

আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভুটান দুইটি প্রীতি ম্যাচ খেলবে। 

সোমবার (২৬ আগস্ট) ১৪ সদস্যের দল নিয়ে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। প্রস্তুতি ক্যাম্প শুরুর পর আস্তে আস্তে বাকি ফুটবলাররা যোগ দেবেন। জানা যায়, সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-২০ দলের খেলাতেও মনোযোগ রাখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। 

আগামী ২৯ আগস্ট ঘোষণা করা হবে বাংলাদেশের পূর্ণাঙ্গ দল। 

হাভিয়ের কাবরেরা বলেন, 'আপাতত ১৪ ফুটবলারকে নিয়ে আমরা প্রস্তুতি শুরু করব। ভুটানের উদ্দেশ্যে ৩০ আগস্ট আমরা রওনা দেব। এর আগে ২৯ আগস্ট পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করা হবে।' 


প্রীতি ম্যাচের বাংলাদেশ দল 

গোলরক্ষক
মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন, পাপ্পু হোসেন

রক্ষণভাগ
মেহেদি হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন

মধ্যভাগ
মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম , সৈয়দ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, জাভেদ আহমেদ

আক্রমণভাগ
শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন