আন্তর্জাতিক

ইসরাইলে তিন শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ

ছবি: সংগৃহীত

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইলে। তিন শতাধিক রকেট নিক্ষেপের মাধ্যমে এই হামলা চালায় ইরান-পন্থি এই গোষ্ঠীটি। অপরদিকে ইসরাইলেও পাল্টা লেবাননে হামলার ঘোষণা দিয়েছে।

রোববার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন-ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইসরাইল উভয়েই একে অপরের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। 

হিজবুল্লাহর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলোকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করেছে। ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক আক্রমণের ‘প্রথম পর্যায়‘ সফলতার সঙ্গে শেষ হয়েছে।

এতে বলা হয়েছে, তারা ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।  

এতে আরও বলা হয়েছে, ইসরাইলের পশ্চিম গ্যালিলিও অঞ্চলে এসব রকেট আঘাত হেনেছে। এ ছাড়া গোলান মালভূমিতেও রকেট হামলা করা হয়েছে।


 কেএস//

এ সম্পর্কিত আরও পড়ুন