পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিলো পাকিস্তান। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৬৫ রান।
১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। ফলে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে সেই রান তুলে নেয় টাইগাররা। টেস্টে বাংলাদেশের এটিই প্রথম ১০ উইকেটে জয়।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলে কোন জয় ছিলো না বাংলাদেশের। ২০১৫ সালে খুলনা টেস্ট ড্র ছিলো বড় প্রাপ্তি । ১৪তম টেস্টে এসে বাংলাদেশ পেল ঐতিহাসিক জয়।
নবম প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টেস্টে হারাল বাংলাদেশ। বাকি থাকল শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র সপ্তম জয়, সব মিলিয়ে ২০তম।