আর্কাইভ থেকে বাংলাদেশ

একটি ডিমের দাম কোনক্রমেই ১৩ টাকা হতে পারে না: কৃষিমন্ত্রী

একটি ডিমের দাম কোনক্রমেই ১২ বা ১৩ টাকা হতে পারে না। বললেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।  

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সংস্থাটির বার্ষিক কেন্দ্রীয় গবেষণা কর্মশালার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, উৎপাদন খরচ ৫ থেকে ৬ টাকা হলে, উৎপাদনকারীরা সর্বোচ্চ ৮ টাকায় বিক্রি করতে পারে। তবে কখনো সরবরাহ একটু কমে গেলেই কিছু অসাধু ব্যবসায়ী, ফার্মের মালিক, হ্যাচারি মালিক নানা ষড়যন্ত্র করে ডিমের দাম বাড়িয়ে দেয়। 

বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তরসহ সবাই মিলে কঠোরভাবে বাজার মনিটর করার আহ্বান জানান মন্ত্রী।

আসাদ ভূঁইয়া 

এ সম্পর্কিত আরও পড়ুন