আর্কাইভ থেকে দেশজুড়ে

জেলায় শ্রেষ্ঠ হলেন ফুলবাড়ীর ইউএনও সুমন দাস

উপজেলা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে সুদুর প্রসারী ভুমিকা পালন করায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।

২৭ সেপ্টেম্বর মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এদিকে, ইউএনওকে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ,  নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সহকারি উপজেলা শিক্ষা অফিসার হৃদয় কৃষ্ণ বর্মন জানান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জেলায় শ্রেষ্ঠ হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসাবে নির্বাচিত করায় আমি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি চিরকৃতজ্ঞ।

উল্লেখ্য যে, অত্র উপজেলায় যোগদানের পর থেকে ইউএনও সুমন দাসের তত্ত্বাবধানে উপজেলার শিক্ষা ব্যবস্থা অনেকাংশে আধুনিকতার ছোয়া পেয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন