মেজাজ হারিয়ে বল ছুড়ে মারলেন সাকিব
রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে তেমন কিছু না করতে পারলেও বল হাতে তিন উইকেট নিয়েছেন সাকিব। তবে ম্যাচের মধ্যেই একটি ঘটনায় মেজাজ হারিয়েছেন তিনি।
রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১ম টেস্টের শেষ দিনে এ ঘটনা ঘটে।
দিনের শুরুর দিকে ইনিংসের ২৭তম ওভারে সৌদ শাকিলের উইকেট পেয়েছিলেন সাকিব। এই ইনিংসে এটি ছিল তার প্রথম উইকেট। ৩২তম ওভার ফের বল করতে আসেন সাকিব।
ওভারের দ্বিতীয় বল করতে যাচ্ছিলেন সাকিব। তখন স্ট্রাইকে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান প্রস্তুত ছিলেন না। যে কারণে বলটি ঠিকমতো করতে পারেননি তিনি।
কিন্তু বল হাতে ফেরত আসার পরিবর্তে রিজওয়ানের মাথার ওপর দিয়ে উইকেটরক্ষক লিটন দাসের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব। এতে আশ্চর্য হন ফিল্ড আম্পায়ারও।
এদিকে সাকিবের মেজাজ হারানোর মুহূর্তের ভিডিওটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘অপ্রত্যাশিত ঘটনা।’
আই/এ