ফুটবল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর ভারত গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে গিয়ে। ম্যাচটি ১-১ গোলে ড্র হলে, টাইব্রেকারে গড়ায়, সেখান থেকে ৪-৩ গোলের জয়ে ফাইনালে যায় বাংলাদেশ।

সোমবার দ্বিতীয় সেমিফাইনালে নেপালের কাঠমান্ডুতে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৬তম মিনিটে আসাদুল মোল্লা গোল করে বসেন বাংলাদেশের পক্ষে। তবে ম্যাচের ৭২ মিনিটে সমতায় ফেরে ভারত। এরপর নির্ধারিত সময় আর কোন দল গোল না পেলে নিয়ম অনুযায়ী খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে। 

পেনাল্টি শ্যুট আউটে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক মোঃ আসিফ। যিনি দ্বিতীয়ার্ধে বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামেন । টাইব্রেকারে ভারতের প্রথম ও শেষ শট ঠেকিয়ে দেন আসিফ। অন্যদিকে বাংলাদেশ মিস করেনি একটি শটও। শেষ পর্যন্ত  ৪-৩ গোলে ভারতকে হারিয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ। 

বুধবার (২৮ আগস্ট) চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন