খেলাধুলা

নতুন মুখে পরিপূর্ণ ইংল্যান্ড দল, বাদ পড়লেন বেয়ারস্টো-মঈন

জনি বেয়ারস্টো ও মঈন আলী ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সাদা বলের দুইটি স্কোয়াডের একটিতেও জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস জর্ডারদের সুযোগ হয়নি। তরুণদের সুযোগ দিয়েছে ইংল্যান্ড বোর্ড। টি-টোয়েন্টি স্কোয়াডে অভিষেক হয়নি এমন ৫ জন ক্রিকেটার আছেন। 

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ৫ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ইংল্যান্ড। 

ইংল্যান্ডের আনক্যাপড ৫ জন ক্রিকেটার হলেন; ব্যাটার জর্ডান কক্স, অলরাউন্ডার জ্যাকব বেথেল, ড্যান মসলি, পেসার জশ হাল ও জন টার্নার। 

কক্স ও হাল সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে ছিলেন। ডানহাতি পেসার টার্নার এর আগে ওডিআই স্কোয়াডের অংশ ছিলেন, কিন্তু তিনি একাদশে সুযোগ তৈরি করতে পারেননি। 

বেথেল একজন দুর্দান্ত ব্যাটিং অলরাউন্ডার। যাকে ইংল্যান্ডের সম্ভাবনাময় ধরা হচ্ছে। চলতি বছরে হওয়া দ্য হানড্রেডে পারফর্ম করেছেন। এদিকে মসলিও একজন ব্যাটিং অলরাউন্ডার, যার গড় ও স্ট্রাইক রেট বেশ আশা জাগানিয়া।

এই ৫ ক্রিকেটার থেকে ৩ জন আছেন ওডিআই স্কোয়াডে; হাল, টার্নার ও বেথেল। 

দুই দলের টি-টোয়েন্টি সিরিজ আগামী ১১ সেপ্টেম্বর শুরু হবে। অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে।


ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার, জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, সাম কারেন, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, ড্যান মৌসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার, জফরা আর্চার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, বেন ডাকেট, গাস আটকিনসন, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার, জেমি স্মিথ

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন