আন্তর্জাতিক

পাকিস্তানের আত্মঘাতী হামলা, নিহত ৪

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার রাজমাক অঞ্চলে একটি আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন। 

সোমবার (২৬ আগস্ট) পাকিস্তানের সংবাদ মাধ্যম  ডন এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জঙ্গিদের সাবেক কমান্ডার উসমান ওরফে লিয়ানের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিস্ফোরণে তিনি প্রাণে বেঁচে যান। ঘটনার পর, উসমান আত্মসমর্পণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ তাদের লাশের অবস্থা খুবই বিকৃত হয়ে গেছে। নিহতদের মধ্যে দুইজনের লাশ এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।

মিরামশাহ হাসপাতালের কর্মকর্তা হামিদুল্লাহ জানিয়েছেন, বিস্ফোরণের পর হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত ছয়জনকে বান্নু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই হামলার দায় এখনও পর্যন্ত কোনো সংগঠন বা ব্যক্তি স্বীকার করেনি। স্থানীয় প্রশাসন ঘটনার বিস্তারিত তদন্তে লিপ্ত রয়েছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন