অভিনয়ে আগ্রহী নই: দীপ্তি চৌধুরী
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় পরিচিতি লাভ করেন টকশো উপস্থাপিকার দীপ্তি চৌধুরী। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, এখনো সবখানে তাঁকে নিয়ে চর্চা। চলমান বন্যা পরিস্থিতিতে আবার সাহায্য নিয়ে ছুটছেন বিভিন্ন জেলায়। এরই মধ্যে পেয়েছেন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব।
বিষয়টি নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজেই। নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী। তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহুর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি।
অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়া প্রসঙ্গে দীপ্তি বলেন, ‘আমার সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগ হয়নি। একটি মাধ্যমে আমাকে প্রস্তাব পাঠিয়েছেন। তাঁদের শ্রদ্ধা জানিয়ে বলেছি, সিনেমায় অভিনয় করতে আগ্রহী নই। অনেক আগে থেকেই আমার দর্শন, অভিনয় করতে চাই না। একেবারে ভবিষ্যতের কথা তো আমরা কেউ-ই বলতে পারি না। তবে মনে হয় না অভিনয় করব।’
অন্যদিকে, জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা। কিন্তু এই মুহুর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
এসআই/