দেশজুড়ে

গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলায় গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর এবং অস্ত্র লুটের ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‌্যাব)। 

মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সৈয়দ ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সেনাবাহিনীর দায়ের করা মামলায় র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের অভিযানে সোমবার গোপালগঞ্জ শহর থেকে সদরের গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক শরীফকে (লাচ্চু) গ্রেপ্তার করা হয়। এছাড়াও গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকি আসামিরা হলেন- সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা পুলিশ শরীফ, মো. মোস্তাক মোল্যা ও কাজী রফিকুল ইসলাম।

গ্রেপ্তারদের সদর থানায় হস্তান্তর করার পর বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, সেনাবাহিনীর করা মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গেলো ১০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে টহলরত সেনা সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর ৪ কর্মকর্তাসহ ৯ জন আহত হন।

এ ঘটনায় গেলো ২২ আগস্ট গোপালগঞ্জে অবস্থানরত অস্থায়ী ক্যাম্পের দায়িত্বরত লে. কর্নেল মো. মাকসুদুল আলম বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমসহ ৩৩০৬ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন।


কেএস//

এ সম্পর্কিত আরও পড়ুন