লাইফস্টাইল

দাম্পত্যে '৭৭৭ নীতি' মানলে সম্পর্ক মজবুত হবে

ছবি: সংগৃহীত

দাম্পত্য জীবনে ছোটখাট অনেক বিষয়েই মতের অমিল হয়। ফলে অশান্তি, মান অভিমান, ঝগড়া ইত্যাদি হতে থাকে। ফলে দাম্পত্য সম্পর্ক নষ্ট হতে পারে।

তাই সংসারে শান্তি ধরে রাখতে ও দাম্পত্য সম্পর্ক আরও মজবুত করতে অনেকেই নানা ধরনের কৌশল অবলম্বন করেন। সেক্ষেত্রে অনুসরণ করতে পারেন ৭৭৭ নীতি।

এই নাম্বারটিকে বলা হয় অ্যাঞ্জেল নাম্বার। লাকি সেভেনের বিষয়ে সবারই কমবেশি ধারণা, এবার দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে অনুসরণ করুন ট্রিপল সেভেন বা ৭৭৭ নীতি। চলুন তবে জেনে নেয়া যাক এই ট্রিপল সেভেন নীতি আসলে কী-

সাত দিনে একবার ডেট

প্রিয়জনকে নিয়ে সপ্তাহে কমপক্ষে একদিন তো ডেটে যেতেই পারেন! যদিও কর্মব্যস্ত জীবনে অনেকেই সে সময়টুকু পান না। তবে দাম্পত্য সম্পর্ক মজবুত করতে হলে সঙ্গীকে কিছুটা সময় দিন।

এজন্য সপ্তাহে একটি দিন বরাদ্দ রাখুন প্রিয়জনের জন্য। এদিন কোথাও ডেটে যান। চাইলে একদিনের ট্যুরে কোথাও যান কিংবা ছাদখোলা রেস্টুরেন্টে বিকেল ও সন্ধ্যা উপভোগ করুন সুস্বাদু খাবার খেয়ে।

চাইলে কোথাও গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করুন। মোটকথা, সপ্তাহে অনন্ত একটি সঙ্গীর সঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম কাটান। এতে সম্পর্ক আরও মজবুত হবে।

সাত দিনের একদিন কাটান রুটিনের বাইরে  

কর্মব্যস্ত জীবনে অনেকেরই দম ফেলার সময় নেই! এর মধ্যে রুটিনের বাইরে সময় কাটানো অনেকের জন্যই হয়তো অসম্ভব হয়ে পড়ে। তবুও সপ্তাহে একদিন চেষ্টা করুন রুটিনের বাইরে গিয়ে সঙ্গীকে নিয়ে কিছুটা সময় কাটানোর।

চাইলে কিছুক্ষণ সঙ্গীকে নিয়ে রিকশায় ঘুরুন, পছন্দের সিনেমা দেখে আসুন থিয়েটারে গিয়ে কিংবা একসঙ্গে শপিং করুন। এছাড়া ঘুরে ঘুরে স্টি্রট ফুডের স্বাদ নিন। দেখবেন দারুণ লাগবে। আবার নিজেদের মধ্যে বন্ডিংও ভালো হবে।

সাত মাসে একবার ট্যুর দিন

দেশ কিংবা দেশের বাইরে ভ্রমণের ইচ্ছা সবার মনেই আছে। শুধু সময় আর অর্থের অভাবে অনেকেই নিয়মিত ট্যুরে যেতে পারেন না। সেক্ষেত্রে নিজেদের অবস্থা বুঝে সাত মাসে একবার দূরে কোথাও ভ্রমণে যান সঙ্গীকে নিয়ে।

একঘেয়েমি জীবনের ক্লান্তি কাটাতেও ভ্রমণ যেমন উপকারী, ঠিক তেমনই দাম্পত্য সম্পর্ক আরও ঘনিষ্ট হতে ও মজবুত করতেও ভ্রমণ হতে পারে সেরা বিকল্প। চাইলে সঙ্গীর জন্মদিনে কিংবা আপনাদের ম্যারেজ অ্যানিভারসারি উপলক্ষ্যে দেশের ভেতরে বা বাইরে ট্যুর দিন।


কেএস// 

এ সম্পর্কিত আরও পড়ুন