জাতীয়

আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসদিবসটি উপলক্ষ্যে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। মায়ের ডাক আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে।

এদিকে গত দেড় দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনায় পড়ে বাংলাদেশএর প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গেলো ২৯ আগস্ট গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন।

বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান বলছে, গেলো ১৫ বছরে দেশে সাত শর বেশি মানুষের গুম হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি।

জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম বন্ধের পাশাপাশি এ অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার লক্ষ্যে ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া সব ব্যক্তির জন্য আন্তর্জাতিক সনদ হিসাবে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। পরে ২০১০ সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্সসম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয়, সেই সনদে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন