খেলাধুলা

বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে টসে বিলম্ব

বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডি মাঠের পিচ ঢেকে দেওয়া হয়েছে ছবি: এএফপি

রাওয়ালপিন্ডির আবহাওয়া ভালো নয়। গত দুই দিন থেকেই চলছে ঝুম বৃষ্টি। আজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। সেই ম্যাচের টসের আগে বৃষ্টির বাধা এসেছে। 

বৃষ্টিতে রাওয়ালপিন্ডির মূল পিচসহ মাঠ ঢেকে দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় টস হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে গেছে। টসের পরবর্তী সময় এখনো জানা যায়নি। 

ইতোমধ্যে পাকিস্তান তাদের সেরা ১২ জন খেলোয়াড়ের তালিকা দিয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঘোষণা করা সেই দলে নেই নিয়মিত মুখ শাহিন শাহ আফ্রিদি। তিনি সম্প্রতি বাবা হয়েছেন, পাশাপাশি তার পারফরম্যান্স যে খুব একটা ভালো যাচ্ছে তাও নয়। পাকিস্তান ম্যানেজমেন্ট তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

পাকিস্তানের ১২ জনের দলে আছেন স্পিনার আবরার আহমেদ। তাকে আজকের একাদশে দেখা যেতে পারে। এছাড়াও আছেন বাঁহাতি পেসার মীর হামজা। 

বাংলাদেশের একাদশেও কিছু পরিবর্তন হতে পারে। ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। 

প্রথম টেস্টের মতোই, বৃষ্টির কারণে বিলম্ব হচ্ছে দ্বিতীয় টেস্টের প্রথম দিন। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন