বন্যার্তদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল-আটা বিক্রি করবে সরকার
চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহের জন্য খাদ্য মন্ত্রণালয় স্পেশাল ওএমএস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিগ্রস্ত ১৪ জেলায় তিনমাস এ কার্যক্রম পরিচালনা করবে সরকার।
রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য সচিব ইসমাইল হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, এসব জেলার পৌরসভা ও ইউনিয় পর্যায়ে ২৩০টি কেন্দ্রে স্পেশাল ওএমএস দেওয়া হবে। প্রতিকেন্দ্রে ১ টন চাল ও ১ মে.টন আটা হিসেবে প্রতিদিন ২৩০ টন চাল ও ২৩০ টন আটা বিক্রি করা হবে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এ কার্যক্রমে সর্বমোট ১৪ হাজার ৪৯০ মে.টন চাল ও ১৪ হাজার ৪৯০ মে.টন আটা বিক্রি করা হবে।
খাদ্য সচিব জানান, প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং প্যাকটে আটা (২ কেজির প্রতি প্যাকেট) ৫৫ টাকা দরে বিক্রি করা হবে। বন্যা দুর্গত এলাকায় যে কেউ এ সেবা নিতে পারবেন। এই ৩ মাসে চাল বাবদ ৪১ কোটি ১২ লাখ টাকা ও আটা বাবদ ৪৯ কোটি ৫৫ লাখ টাকা মোট ৯০ কোটি ৬৮ লাখ ১৮হাজার ৬৮২ টাকা খাদ্য ভর্তুকি দেয়া হবে।
আই/এ