১২ রান পিছিয়ে থেকে অলআউট বাংলাদেশ
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের করা ২৭৪ রানের বিপরীতে খেলতে নেমে ১২ রান পিছিয়ে থেকে অলআউট হয়েছে বাংলাদেশ। ৭৮.৪ ওভার শেষে ২৬২ রান সংগ্রহ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
রোববার (১ সেপ্টেম্বর) তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদম ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২৬ রানেই হারিয়ে ফেলে সবকয়টি উইকেট।
সেখান থেকে দলের হাল ধরেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ ৭৮ রানে আউট হয়ে গেলেও শতক তুলে নেন লিটন দাস।
১৩৮ রান করে লিটন আউটের পর বাংলাদেশের প্রথম ইনিংস টিকতে পারেনি। ২৬২ রানে হারিয়ে ফেলে সব কয়টি উইকেট।