অপরাধ

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আটক

ফাইল ছবি

সাবেক পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাকে ধানমন্ডি থেকে  আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া।

তিনি জানান, সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেয়া হয়েছে। তবে কোন মামলায় মঞ্জুকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নিশ্চিত করেনি ডিবি।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য। পানিসম্পদ ছাড়াও  তিনি যোগাযোগ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী ছিলেন। পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য তিনি।

 

প্রসঙ্গত, আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির একটি অংশের নেতা, যা জেপি নামে পরিচিত।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন