নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার পুরস্কার দেবেন মিরাজ
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। আর এই ইতিহাস যাদের হাত দিয়ে তৈরি হলো তাদের একজন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জুটেছে মিরাজের কাছে। ব্যাটে-বলে তার দুর্দান্ত পারফরম্যান্স দলের জন্য ছিল বেশ কার্যকরী।
মিরাজ তার সিরিজসেরার পুরস্কারের অর্থ তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত এক রিকশাচালকের পরিবারকে।
দুই টেস্ট খেলে ১৫৫ রান করেছেন মিরাজ, বল হাতে নিয়েছেন ১০ উইকেট। প্রথম টেস্টে ৪ উইকেট নিয়েছেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে নেন ৫ টি উইকেট। এই ম্যাচে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন এই ক্রিকেটার। লিটন দাসের সঙ্গে করা ১৬৫ রানের জুটিতে ৭৮ রান করেন মিরাজ। লিটন এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
সিরিজসেরার পুরস্কার জিতে মিরাজ বলেন, ‘আমি সত্যিই খুব খুশি, প্রথমবার দেশের বাইরের সিরিজে এই পুরস্কার পেলাম। অলরাউন্ডার হিসেবে খেলা অনেক কঠিন কাজ, আমি শুধুমাত্র স্ট্রাইক বাড়াতে চেয়েছি এবং মুশি (মুশফিকুর রহিম) ও লিটন দাসের সঙ্গে ব্যাটিংটা উপভোগ করেছি। পাঁচ উইকেট পেয়ে অবশ্যই আনন্দিত, তবে এরচেয়েও ভালো করার চেষ্টা ছিল। আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলিনি, ফলে ঘরে কাটানোর মতো কিছু সময় পেয়েছি এবং ওই সময়েও আমার প্রতি ম্যানেজমেন্টের প্রচেষ্টার জন্য অনেক কৃতজ্ঞতা।’
এরপর এই অলরাউন্ডার যোগ করেন, 'ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে এক রিকশাচালক আহত হয়েছিলেন, পরে তিনি মারা যান। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তার পরিবারকে দেবো।’
এম এইচ//