ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ৯ মাওবাদী নিহত
ভারতের ছত্তিশগড়ে বসতার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ জন মাওবাদী নিহত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে এনডিটিভি এ তথ্য জানায়।
বাসতার রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযান শুরু করলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরবর্তীতে মাওবাদী বিদ্রোহীদের পোষাক পরিহিত ৯ মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর সদস্যরা জড়িত ছিল।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। প্রশাসন এই সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।
জেডএস/