বুধবার কাজে ফিরবেন চিকিৎসকরা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন চিকিৎসকরা। আগামীকাল থেকেই কাজে ফিরবেন তারা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক আব্দুল আহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেলে চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল সিনিয়র স্বাস্থ্য সচিবের সাথে সাক্ষাৎ করেছেন। এসময় পূর্বনির্ধারিত চারটি দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সচিব দ্রুততম সময়ের মধ্যে এসব দাবির বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
আব্দুল আহাদ জানান, দাবি বাস্তবায়নে কার্যকর কমিটি গঠন করা হবে।যেখানে আন্দোলনকারী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া দীর্ঘদিন ঝুলে থাকা স্বাস্থ্য সুরক্ষা আইন কার্যকর ও স্বাস্থ্য পুলিশ গঠনে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে।
প্রসঙ্গত, দুদিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু হয়েছে। আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে সব ধরনের সেবাদান কার্যক্রম পুরোদমে চলবে।
আই/এ