রাজনীতি

ঢামেকে মির্জা আব্বাসকে দেখে উত্তেজিত হাদি সমর্থকরা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তবে হাসপাতালে পৌঁছানোর পর তাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন হাদি সমর্থকরা। এসময় তারা মির্জা আব্বাসকে উদ্দেশে করে ভুয়া ভুয়া শ্লোগান দেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢামেকের জরুরি বিভাগের সামনে ঘটনা ঘটে।

জানা যায়,  জরুরি বিভাগের সামনে মির্জা আব্বাস পৌঁছালে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তার বিরুদ্ধে ভুয়া ভুয়াস্লোগান দিতে শুরু করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে প্রবেশ করান। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

পরে বিকেল সাড়ে ৪টার পরে হাদিকে দেখে ও তার স্বাস্থ্যের খবর নিয়ে হাসপাতাল ছাড়েন মির্জা আব্বাস।

এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, এই মুহুর্তে প্রার্থীরা কেউ নিরাপদ নয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন