ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় দুই শতাধিক হতাহত
ইউক্রেনের পোলাতাভায় শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮০ জন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়া এক্স-তে (পুরোনো টুইটার) এই হামলা সম্পর্কে বলেন, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং নিকটবর্তী আরও একটি হাসপাতালে আঘাত করা হয়েছে। এছাড়াও, মিলিটারি ইনস্টিটিউট অফ কমিউনিকেশনের একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে রুশ হামলায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অনেক লোককে উদ্ধার করা হয়েছে, কিন্তু ১৮০ জনেরও বেশি আহত হয়েছেন। এখন পর্যন্ত ৪১ জন নিহত হওয়ার খবর আমাদের কাছে আছে। উদ্ধার কার্যক্রম চলার পাশাপাশি তিনি এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পোলতাভায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার সময় ২৫ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১১ জনকে ধ্বংসস্তূপের নীচে থেকে উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত রুশ কর্তৃপক্ষ এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
জেডএস/