সিডনি সিক্সার্সে যোগ দিলেন সাবেক ইংলিশ কোচ
বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাথু মট। তিনি ইংল্যান্ডের সাদা বলের সদ্য বিদায়ী প্রধান কোচ। ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করার আগে অস্ট্রেলিয়া নারী দলের কোচ ছিলেন মট।
সিডনি সিক্সার্সে যুক্ত হয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই কোচ। তিনি সেখানে প্রধান কোচ গ্রেগ শিপার্ডের অধীনে কাজ করবেন।
মট তার অভিব্যক্তিতে জানান, ‘আমি সিডনি সিক্সার্সে যোগ দিয়ে খুব বেশি। আমি আমার কোচিংয়ের যাত্রা সিডনিতে শুরু করেছিলাম আরও কয়েক বছর আগে। এটা এমন এক জায়গা যেখানে অনেক স্মৃতি আছে, পরিচিত অনেক বিষয় আছে- যা আমি চাচ্ছিলাম।‘
ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে মটের শুরুটা বেশ ভালো হয়েছিল। ইংল্যান্ড তার অধীনেই ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে এবং চ্যাম্পিয়ন হয়। তবে সবশেষ ওডিআই ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বেশ বাজে পারফরম্যান্স করে। যা নিয়ে বেশ সমালোচনা হয়।
চলতি বছরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই মটের ভবিষ্যৎ শঙ্কায় পড়ে। এরপর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।
নিউ সাউথ ওয়েলসের হয়ে ২০০৭ সালে মট তার কোচিং ক্যারিয়ার শুরু করেন।
এম এইচ//