ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফি থেকে খালি হাতে ইংল্যান্ডের বিদায়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে খালি হাতে বিদায় নিতে হলো ইংল্যান্ডকে।  অন্যদিকে এই জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পা রাখলো প্রোটিয়ারা।

শনিবার (১ মার্চ) প্রথমে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১৭৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে ২৯.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

১৭৯ রানের বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার।  দলীয় ১১ রানে খালি হাতে ফিরে যান ত্রিস্টান স্টাবস।  স্থায়ী হতে পারেননি রায়ান রিকেল্টও।  ২৫ বলে ২৭ রান করে আউট হন এই ওপেনার।

এরপর রসি ফন ডার ডুসেনের অপরাজিত ৮৭ বলে ৭২ ও হেইনরিখ ক্লাসেনের ৫৬ বলে ৬৪ রানের ইনিংসে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ৮ রান করে আউট হন ফিল সল্ট।  ৩ বলে শূন্য রান করে ফেরেন জেমি স্মিথ।

এরপর রুটকে নিয়ে রান তোলার চেষ্টা করেন বেন ডাকেট। কিন্তু ২১ বলে ২৪ রান করে ক্যাচ আউট হন এই ইংলিশ ওপেনার। হ্যারি ব্রুক আউট হন ২৯ বলে ১৯ রান করে।

ফিফটির দিকে এগিয়ে গিয়েও ৪৪ বলে ৩৭ রান করে বোল্ড হন রুট।  এরপর লাইম লিভিংস্টোন ৯, ওভারটোন ১১, জোফরা আর্চার ২৫ এবং আদিল রশিদ আউট হন ২ রানে।

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার জন্য এই ম্যাচ দিয়ে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া বাটলার আউট হন  বলে ২১ রান করে।  শেষ পর্যন্ত ৩৮ ওভার ২ বল খেলে ১৭৯ রানে অলআউট হয় ইংল্যান্ড।

 প্রোটিয়াদের হয়ে মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডার তিনটি করে আর কেশব মহারাজ দুটি ও লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা একটি করে উইকেট শিকার করেন।

  

 

  

এ সম্পর্কিত আরও পড়ুন