আর্কাইভ থেকে ক্রিকেট

নারী এশিয়া কাপ : শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে ভারতের মিশন শুরু

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে টুর্নামেন্টে ভালো শুরু পেয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন ভারত।

আজ শনিবার ( ১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভারতের শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। দলীয় ২৩ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে ভারত।

তৃতীয় উইকেটে ম্যাচের হাল ধরেন জেমিনা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কর। দুজন মিলে ৯২ রানের জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। সব মিলিয়ে ১৫০ রানের থামে ভারতের ইনিংস।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে আগ্রাসী ব্যাটিং করেন দুই লঙ্কান ওপেনার। দলীয় ২৫ রানে অধিনায়ক চামারি আতাপাত্তু ফিরলে প্রথম ধাক্কা খায় লঙ্কানরা। ১০ বল বাকি থাকতেই ১০৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন অফস্পিনার ডেলেন হেমালতা। দুটি করে উইকেট নিয়েছেন পুজা ও দীপ্তি শর্মা।

এ সম্পর্কিত আরও পড়ুন