আন্তর্জাতিক

নিউইয়র্কে হামলার পরিকল্পনা, পাকিস্তানি তরুণ আটক

ছবি: মার্কিন বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার পরিকল্পনার অভিযোগে এক পাকিস্তানি তরুণকে আটক করেছেন কানাডীয় ও মার্কিন তদন্তকারীরা।   

২০ বছর বয়সী ওই তরুণের নাম শাহজেব খান। বুধবার কানাডার সীমান্ত এলাকার কুইবেকের ওর্মসটাউন থেকে তাঁকে আটক করা হয়।

তদন্তকারী কর্মকর্তারা বলছেন, আটক শাহজেব খান শাহজেব জাদুন নামেও পরিচিত। তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের পক্ষে কাজ করছিলেন।   

কর্মকর্তারা আরও বলেছেন, শাহজেব খান টরন্টোর কাছের একটি এলাকায় থাকেন। আগামী ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার এক বছর পূর্তিতে কিংবা ১১ অক্টোবর ইয়ম কিপুর উপলক্ষে ইহুদিদের ছুটির দিনে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।  

এ ঘটনা তদন্তে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। সংস্থাটির সাথে যৌথভাবে কাজ করছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

এনএস/ 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন