আন্তর্জাতিক

টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহত ৪

ছবি: সংগৃহীত

ফিলিপাইন ও চীনের হাইনান দ্বীপের পর এবার ভিয়েতনামে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি।  এতে ৪ জন নিহত ও প্রায় ৭৮ জন আহত হয়েছেন।  খবর রয়টার্স।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিট্রিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে জানানো হয়েছে, টাইফুনটির কারণে ভিয়েতনামের উত্তরাঞ্চলে ভূমিধস ঘটে।  এতে চারজন নিহত এবং প্রায় ৭৮ জন আহত হয়েছেন।  এছাড়া, সমুদ্রে অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) টাইফুন ইয়াগি চীনের হাইনান দ্বীপে ২৩৪ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে।  পরবর্তীতে শনিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এটি ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় দ্বীপজেলায় ১৬০ কিলোমিটার বেগে আঘাত করে।

ভিয়েতনামের কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের কারণে হাইনান শহরের বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইনানেপ্রায় ১ কোটির বেশি জনসংখ্যা রয়েছে। ঝড়ে গাছপালা ভেঙেছে, রাস্তাগুলি প্লাবিত হরেছে।পাশাপাশি৮ লক্ষেরও বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন  ররেছে।

এছাড়াও, উপকূলীয় শহর হাইফং এ প্রায় ২০ লাখ মানুষের মধ্যে ৫০ হাজারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।  শহরটি বিদেশি কিছু কোম্পানির গাড়ি তৈরির কারখানার জন্য পরিচিত।  ইয়াগির আঘাতে এসব কারখানারও ব্যাপক ক্ষতি হয়েছে।

জেডএস/

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন