ফিলিপাইনে সুপার টাইফুন ফাং ওয়াংয়ের আঘাত, নিহত ২
ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'ফাং ওয়াং'। এই ঝড়ে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে এবং ৯ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
রোববার (০৯ নভেম্বর) দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্নিঝড়টি রাতে উপকূলের কাছাকাছি এসে ‘সুপার টাইফুনে’ রূপ নেয়।
তারা আরও জানায়, টাইফুনটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। আবার হঠাৎ-ই এই গতিবেগ ২৩০ কিলোমিটার পর্যন্তও পৌঁছে যাচ্ছে। রাত ১১টার পর এটি লুজন দ্বীপের অরোরা প্রদেশে প্রথম আঘাত হানে এবং বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
আঘাতের আগে থেকেই উপকূলীয় অঞ্চলে উদ্ধারকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সরিয়ে নিতে সহায়তা করে। ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত ও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।
এর আগে, কয়েক সপ্তাহ আগেই টাইফুন ‘কালমায়েগি’তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ফিলিপাইনে। সেই ঝড়ে সর্বশেষ ২০৪ জন নিহত ও ১০৯ জন নিখোঁজ হন বলে জানিয়েছিলো দেশটির সরকার।
এসএইচ//