ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
বন্যা নিয়ন্ত্রণে ভুতুড়ে অবকাঠামো এবং কোটি কোটি ডলারের সরকারি তহবিল আত্নসাতের তদন্তে নাম আসায় পদত্যাগ করেছে ফিলিপাইনের দুজন মন্ত্রী। তারা হলেন, নির্বাহী সচিব (মন্ত্রী) লুকাস বেরসামিন এবং বাজেট ও ব্যবস্থাপনা বিভাগের সচিব (মন্ত্রী) আমেনা পাঙ্গান্ডামান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্ট প্রাসাদের প্রেস অফিসার ক্লেয়ার কাস্ত্রো সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কাস্ত্রো বলেছেন, ‘বন্যা নিয়ন্ত্রণের অনিয়মের অভিযোগে তাদের বিভাগগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা পদত্যাগ করেছেন।’
উল্লেখ্য, ফিলিপাইন প্রতিবছরই টাইফুন ও অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কবলে পড়ে এবং বন্যা সেখানে নিয়মিতভাবে ভয়াবহ একটি সমস্যা।
এসএইচ//