ভিয়েতনামে সুপার টাইফুনে মৃত্যু বেড়ে ৫৯
উত্তর ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির - এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়- আঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৯ জন। আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
শক্তিশালী ঘূর্ণিঝড়টির আঘাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় বলছে, ভূমিধসে নিহত হয়েছেন অন্তত ৪৪ জন।
গেল শনিবার ঘূর্ণিঝড়টি ভিয়েতনামে আঘাত হানে। তবে কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়টির প্রভাবে আরও ভূমিধস ও বন্যার আশঙ্কা করছেন।
এনএস/