রূপগঞ্জে রাজনৈতিক নেতাদের নিয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতাকর্মীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছেন নব নিযুক্ত রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,সহ সভাপতি আনোয়ার ছাদাত ছায়েম, আশরাফুল হক রিপন, জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ'র সুরা সদস্য এ্যাডভোকেট ইস্রাফিল হোসেন, রূপগঞ্জ উপজেলা আমীর সাইফুল ইসলাম সিরাজি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রূপগঞ্জ উপজেলা সভাপতি ইমদাদুল্লাহ হাশেমী। এছাড়াও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,গত ৫ আগষ্টের পর সারাদেশের মতো রূপগঞ্জের চরমভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটে। এতে দূর্বৃত্তরা বিভিন্ন দলীয় পরিচয়ে লুটপাট ও অরাজকতায় মেতে ওঠে। তাই সকল রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে রূপগঞ্জে শান্তি শৃঙ্খলা ফেরানোর দাবী করা হয়।
ইসলামী শাসন তন্ত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ উপজেলা সভাপতি মুফতি ইমদাদুল হাশেমী বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা কোন দলের নয়। কিন্তু দলীয় ছত্রছায়ায় আগেও তৎপর ছিলো এখনো সেই একই ব্যক্তিরা,কোথাও পরিবর্তন করে তৎপর রয়েছে। শুধুমাত্র কৌশল পাল্টিয়ে,হাত বদল করে এসব অন্যায় চলছে। সড়ক দখল করে হকার ব্যবসায়ীরা পসরা সাজিয়েছে। এসব প্রতিহত করা হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, রূপগঞ্জের চনপাড়াই নয়,আরও বহু মাদকের স্পট রয়েছে, গাজীর প্রেতাত্নারাও চাঁদাবাজি অস্ত্রবাজিতে লিপ্ত, তাই রূপগঞ্জের আইন শৃঙ্খলা ফেরাতে সব অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। কাঞ্চন ব্রিজের টোলের কারনে সারাদেশের লোকজন ভোগান্তি পোহায়। তাই এ টোল বন্ধ করতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, রূপগঞ্জের রূপ ফেরাতে বিএনপি অঙ্গিকারাবদ্ধ। পাশাপাশি সব দলের অংশগ্রহণে বর্তমান সরকারকে সহযোগিতা করবো। এতে আমরা আমাদের বিবেককে কাজে লাগিয়ে দেশের মানুষ ও দেশের ভুখন্ডের উন্নয়নে কাজ করবো।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, রূপগঞ্জটা দেশের গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে ৬ শতাধিক শিল্প কারখানা রয়েছে। এদের মধ্যে মেগা শিল্প কারখানা রয়েছে ২শতাধিক। ফলে এসব শিল্প কারখানা সচল রাখতে সব ধরনের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। কোথাও অনিয়ম সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি পেলে সাথে সাথে জেল দেব। কাঞ্চন ব্রিজের টোল আদায় অবৈধ হয়ে থাকলে আজই বন্ধ করে দেব।