ইসরাইলের হামলায় গাজায় জাতিসংঘের ৬ কর্মীসহ নিহত ১৮
ফিলিস্তিনের মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে জাতিসংঘের ছয় কর্মীসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, জাতিসংঘ পরিচালিত আল-জাউনি স্কুলে এ হামলায় নারী ও শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মানুষ সেসব এক স্থানে জড়ো করেন।
নিহতদের মধ্যে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপকসহ ইউএনআরডব্লিউএ-এর ছয়জন কর্মী রয়েছেন। সংস্থাটি বলেছে, ১১ মাসের যুদ্ধে একক ঘটনায় এটিই তার কর্মীদের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। স্কুলটিতে বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।
হামলা পরবর্তী এক ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে ইউএনআরডব্লিউএ-এর লোগো পড়ে আছে। উদ্ধারকারীরা টুকরো মরদেহ খাবারের ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন।
উল্লেখ্য, গেলো ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।
কেএস//