যে কারণে শরিফুল টেস্ট দলে নেই
ভারত সিরিজের জন্য জোর প্রস্তুতি শুরু করেছিলেন শরিফুল ইসলাম। বাংলাদেশের ঘোষিত টেস্ট স্কোয়াডে সুযোগ মেলেনি তার। এই সুযোগ না মেলার কারণ শরিফুলের চোট। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট চলাকালীন কুঁচকির চোট পান এই পেসার। এই কারণে সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলা হয়নি তার।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শরিফুল প্রসঙ্গে জানা যায়, তার চোট ১০ দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সিরিজের প্রস্তুতি হিসেবে যখন তিনি মিরপুরে বোলিং করেছেন, তার কুঁচকির ব্যথা ফিরে আসছে। এই কারণে এই পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বিসিবি।
নির্বাচকরা তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ- এই চার পেসারকে দলে রেখেছেন। যদি সবকিছু ঠিক থাকে তবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরবেন শরিফুল।
আগামী ২ অক্টোবর টি-টোয়েন্টি দলের ভারত যাওয়ার কথা রয়েছে।
এম এইচ//