বাংলাদেশ

কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, নারী ও শিশুসহ নিহত ৫

টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাবেয়া বেগম (৭০), আমান উল্লাহ (৫), মোহাম্মদ আলী (৫৫), অমল কুমার কর্মকার (৩৯) এবং নাজমুল (৩৫)। 

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয়রা আহত অবস্থায় এক শিশুকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমে জানান, কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কায় তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন