আন্তর্জাতিক

চীনে ৭০ বছরের মধ্যে শক্তিশালী টাইফুনের আঘাত

ছবি: এএফপি

পূর্ব চীন সাগরের উপকূলবর্তী শহর সাংহাইতে দীর্ঘ ৭০ বছর পর শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। এই টাইফুনটির নাম দেয়া হয়েছে বেবিনকা’।

বার্তা সংস্থা রয়টার্স এর তথ্যমতে, সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ব্যাপক শক্তি নিয়ে এই ঝড় আঘাত হানে।

চীনের গণমাধ্যম বলছে, ঝড়টি ১৫১ কিলোমিটার গতিতে আছরে পড়েছে। সাংহাই শহরে প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ বসবাস করে। ১৯৪৯ সালের পর চীনের শহর সাংহাইয়ে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় বেবিনকা।

সাংহাইয়ে এধরনের ঝড় সাধারণত আঘাত করে না। চীনের দক্ষিণাঞ্চলে এমন ঝড়ের প্রভাব বেশি। এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশেও শক্তিশালী ঝড় সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে।

রোববার রাত থেকে সাংহাইয়ের দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে টাইফুন বেবিনকার প্রভাবে। শহরের রেলওয়ে ও বাস সেবা কিছু কিছু জায়গায় বন্ধ রয়েছে।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন