নারী বিশ্বকাপের পুরস্কার বেড়ে দাঁড়ালো প্রায় ১০০ কোটি টাকা
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে অনুষ্ঠেয় এই বিশ্বকাপের প্রাইজমানি ১৩৪ শতাংশ বাড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সবমিলিয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা।
আইসিসির দেয়া বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট অর্থ পুরস্কার থাকবে ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৫ কোটি ৯ লাখ টাকা।
সবশেষ ২০২৩ সালে হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বমোট পুরস্কার ছিল ২৪ লাখ ৫০ হাজার ডলার বা ২৯ কোটি ২৭ লাখ টাকা। আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৮ কোটি টাকা। সবশেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১ মিলিয়ন ডলার বা ১২ কোটি টাকা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রানারআপ দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার বা ১৪ কোটি টাকা। পূর্বে যা ছিল মাত্র ৫ লাখ ডলার।
চ্যাম্পিয়ন ও রানারআপ ছাড়াও প্রতিটি পর্যায়ে দলগুলোর পুরস্কারের অর্থ বৃদ্ধি পেয়েছে। এবারের বিশ্বকাপটি হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আরব আমিরাতকে আয়োজকের দায়িত্ব দেয়া হয়েছে।
এম এইচ//