সাবেক রেলমন্ত্রীর রিমান্ডের আদেশ স্থগিত
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে দেয়া তিন দিনের রিমান্ডের আদেশ স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে আরেক হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এ আদেশ দেন।
সাবেক রেলমন্ত্রীর আইনজীবী মনিরুজ্জামান রানা জানান, এই মামলায় হাইকোর্টে গত ১৫ সেপ্টেম্বর সাবেক এ মন্ত্রীর আগাম জামিনের আবেদন করা হয়েছে। আজ হাইকোর্টে জামিনের জন্য শুনানি করা হয়েছে। আগামীকাল আদেশের জন্য তারিখ ধার্য রাখায়। নিম্ন আদালত বিকেলে রিমান্ড স্থগিতের আদেশ দেন।
এদিন আদালতকে সুজন বলেন, তার বিরুদ্ধে এর আগে কখনোই কোনো ক্রিমিনাল বা রাজনৈতিক মামলা হয়নি। তিনি ঢাকায়ও ছিলেন না। তার সংসদীয় আসন এলাকায় একটিও মামলা হয়নি। তিনি অসুস্থ। হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয়েছে।
এর আগে গেলো সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
আই/এ