'বাংলাদেশকে মজা নিতে দিন'
বাংলাদেশকে কথা বলতে দিন, বাংলাদেশকে মজা নিতে দিন। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এভাবেই কথা বললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বৃহস্পতিবার চেন্নাইয়ে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারত। টেস্টে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কোনো জয় নেই। ১৩ টি টেস্ট খেলে হেরেছে ১১ টিতেই, দুইটি ম্যাচ ড্র হয়েছে।
এবারের প্রেক্ষাপট অবশ্য কিছুটা আলাদা। কিছুদিন আগেই পাকিস্তানকে সিরিজের দুই টেস্টেই হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তান সফর শেষে বাংলাদেশের টেস্ট দলে আলাদা ছাপ পড়েছে, আত্মবিশ্বাসে উন্নতি হয়েছে।
পাকিস্তানকে হারিয়েই ভারতে যাওয়া বাংলাদেশ কি তবে এবার ভিন্ন কিছু করতে পারে? এমন এক প্রশ্নের জবাবেই রোহিত উত্তর দিলেন, 'সব দলই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে সবাই মজা পায়। ঠিক আছে, বাংলাদেশকে কথা বলতে দিন। ওদের মজা নিতে দিন। ইংল্যান্ডও তো আমাদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনেক কথা বলেছিল। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়ে জবাব দেয়াই আমাদের কাজ।'
এরপর অবশ্য সতর্ক উত্তর দিয়েছেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশ দলকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতাই হবে ভারতের লক্ষ্য।
এর আগে বাংলাদেশের বর্তমান টেস্ট দলকে সেরা মেনে বক্তব্য দিয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারও বাংলাদেশের প্রশংসা করেছেন।
এম এইচ//