চেন্নাই টেস্ট
মধ্যাহ্ন ও চা বিরতির মাঝে ৩ উইকেট হারালো ভারত
মধ্যাহ্ন বিরতির পর আরও জ্বলে উঠলো বাংলাদেশ। ২৩ ওভারে বিরতিতে যাওয়ার পর, পরের ২০ ওভারে আরও ২০ উইকেট তুলেছেন টাইগার বোলাররা। এরমধ্যে হাসান মাহমুদ শিকার করেন নিজের চতুর্থ উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ; এই দুই উইকেটের পতন ঘটে মাত্র ৫ বলের ব্যবধানে।
ভারত প্রথম ৩ থেকে ৪ ওভার বেশ ভালোই পাড়ি দিয়েছিল। এরপর হাসান মাহমুদ একে একে মধ্যাহ্ন বিরতির আগেই শিকার করলেন রোহিত শর্মা, শুবমান গিল ও ভিরাট কোহলির উইকেট।
৩ উইকেট হারিয়ে ৮৩ রানে বিরতিতে যায় দুই দল।
এরপর বিরতি থেকে ফিরে হাসানের চতুর্থ শিকার রিশাব পান্ট। পান্ট কিছুটা মারমুখী হয়ে ব্যাটিং করছিলেন। তবে ৫২ বলে ৩৯ রান করেই বিদায় নিতে হয় তাকে, অর্ধশত পূরণ করাও হয়নি।
ওপেনার যশস্বী জয়সোওয়াল একপাশ আগলে ছিলেন। তবে নাহিদ রানার পেস সামলাতে পারেননি, ১১৮ বলে ৫৬ রানের ইনিংস শেষ হয় সাদমান ইসলামের কাছে ক্যাচ দিয়ে। পরের ওভারেই মেহেদী মিরাজ তুলে নেন লোকেশ রাহুলের উইকেট, শর্টে দাঁড়ানো জাকির হাসান ক্যাচ লুফে নিতে ভুল করেননি।
এখন চলছে চা বিরতি। দুই সেশন শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে অবস্থান করছে ভারত।
এম এইচ//