কোহলির উইকেট নিয়ে তামিমের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ
বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন। খুব কাছ থেকে ম্যাচ পর্যবেক্ষণ করার ফলে অনেককিছুই নজরে পড়ছে তার। লম্বা সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে ভিরাট কোহলির আউট প্রসঙ্গেও নিজের অভিমত জানিয়েছেন তামিম।
মধ্যাহ্ন বিরতিতে ‘স্পোর্টস১৮’ এর সঙ্গে আলোচনায় ভিরাট কোহলির আউট নিয়ে কথা বলেছেন তামিম।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, 'লম্বা একটা সময় পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন ভিরাট। সেক্ষেত্রে সে চাইবে বলগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার। এটা সবার ক্ষেত্রেই ঘটে, আমরা সবাই খেলাটা খেলি। আমরা বুঝি, মাঝেমধ্যে আমাদেরকে সময়ের সঙ্গে বলের সাথে মানিয়ে নিতে হয়।'
এরপর তামিম যোগ করেন, 'এবং সেই নির্দিষ্ট জায়গা যেখানে সে আউট হলো, সে এখানে এর আগেও বেশ কয়েকবার আউট হয়েছেন। এটা এমনই এক আউট, যার ফলে দলের অ্যানালিস্টকে জাদুকরের মতো মনে হচ্ছে। এটা অবশ্যই বেশ ভালো পরিকল্পনা করে ডেলিভারি করা হয়েছে এবং ভিরাট সেখানেই পা দিয়েছে।'
এম এইচ//